Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬

কিংবদন্তী ফুটবলার পেলের ফুটবল, বুট, জার্সি নিলামে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৩, ৭ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কিংবদন্তী ফুটবলার পেলের ফুটবল, বুট, জার্সি নিলামে

ঢাকা : ফুটবল কিংবদন্তী পেলের সারাজীবনের স্মৃতির সাথে জড়িত কিছু জিনিস নিলামে উঠেছে।
আজ থেকে লন্ডনে এসব বিক্রি শুরু হয়েছে। ব্রাজিলের এই ফুটবলার সর্বকালের সর্বসেরা খেলোয়াড় হিসেবে পরিচিত।

আগামী তিনদিন ধরে এসব জিনিস নিলামে বিক্রি হবে। যেসব জিনিস নিলামে উঠেছে তার মধ্যে রয়েছে এই সুপারস্টার ফুটবলারের বিশ্বকাপ জয়ের মেডেল, যে ফুটবল দিয়ে তিনি তার খেলোয়াড় জীবনের এক হাজারতম গোলটি করেছিলেন সেই ফুটবল, তার বুট, জার্সি এবং ফিফার শতাব্দীর সেরা খেলোয়াড়ের পুরস্কার ইত্যাদি।

বলা হচ্ছে, পেলের প্রায় দু’হাজারের মতো জিনিস নিলামে উঠানো হয়েছে। পেলে হচ্ছে একমাত্র ফুটবলার যিনি তিনবার বিশ্বকাপ জিতেছেন। ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে জয়ী এসব মেডেল অত্যন্ত চড়া দামে বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ক্রীড়া জগতে এটাই হতে পারে এযাবতকালের মধ্যে সবচে দামী নিলাম।
পঁচাত্তর বছর বয়সী পেলে বলেছেন, এই নিলাম থেকে যে অর্থ পাওয়া যাবে তার কিছুটা তিনি দান করে দেবেন।

বিবিসি বাংলা

Walton
Walton