Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

সুপার এইটে বাংলাদেশের সূচি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ১৭ জুন ২০২৪

প্রিন্ট:

সুপার এইটে বাংলাদেশের সূচি

ছবি- সংগৃহীত

নেপালকে হারিয়ে অষ্টম ও শেষ দল হিসেবে সুপার এইটের টিকিট কেটেছে বাংলাদেশ। সুপার এইটে মোট ৩টি ম্যাচ খেলবে তারা।

সুপার এইটে বাংলাদেশ আছে ১ নম্বর গ্রুপে। টাইগারদের গ্রুপসঙ্গী অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। ৩টি দলই এ মুহূর্তে আছে দারুণ ছন্দে। গ্রুপপর্বে তিন দলের কেউই কোনো ম্যাচ হারেনি। ভারত ও অস্ট্রেলিয়া ৪টি করে ম্যাচ খেলে ফেললেও আফগানদের এখনও একটি ম্যাচ বাকি।

২১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সুপার এইট পর্ব। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে ভোর সাড়ে ৬টায়। এরপর দিন ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা। একই স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত সাড়ে ৮টায়। ২৫ জুন ভোর সাড়ে ৬টায় সুপার এইটে বাংলাদেশের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে।

সুপার এইট পর্ব উতরাতে হলে ১ নম্বর গ্রুপে বাংলাদেশকে সেরা দুইয়ে থাকতে হবে। ২টি গ্রুপ থেকে ৪টি দল উঠবে সেমিফাইনালে। ২৬ জুন ভোর সাড়ে ৬টায় প্রথম সেমিফাইনাল, দ্বিতীয়টি ২৭ জুন রাত সাড়ে ৮টায়। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ জুন রাত ৮টায়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables