Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩১, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির আশঙ্কা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩১, ৯ জুন ২০২৪

প্রিন্ট:

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির আশঙ্কা

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) নতুন তৈরি হওয়া নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে লড়বে তারা। তবে এ মহারণকে ঘিরে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।

বিবিসির আবহাওয়া পূর্বাভাস বলছে, ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ২৪ শতাংশ। হালকা বৃষ্টির সঙ্গে মৃদু বাতাস বইতে পারে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বাড়তে পারে বৃষ্টির আশঙ্কা।  

অ্যাকুওয়েদারের দাবি অনুযায়ী, রবিবার পুরোদিনই নিউইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময়ে সকালে ১১টা নাগাদ ৫১ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ খেলা শুরুর আধ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে। বিকেল ৪টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৪৫-৫০ শতাংশ। এর পরে বৃষ্টির পরিমাণ কমে ৩০ শতাংশে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বের ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। তাই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে এক পয়েন্ট করে পাবে দুই দল। তাতে অবশ্য বিপদ বেড়ে যাবে পাকিস্তানের জন্য। কেননা যুক্তরাষ্ট্রের কাছে অঘটনের শিকার হয়ে আসর শুরু করে তারা। ভারতের বিপক্ষে এক পয়েন্ট পেলে সুপার এইটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে যাবে বাবর আজমের দলের।

কেননা দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দুই পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে তারা। আজ পাকিস্তানকে হারালে বা এক পয়েন্ট পেলে সুপার এইটের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তাদের।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer