Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

তীব্র যানজটে স্থগিত তামিম-মাশরাফিদের ম্যাচ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ২ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

তীব্র যানজটে স্থগিত তামিম-মাশরাফিদের ম্যাচ

ফাইল ছবি

সাভারের বিকেএসপিতে আজ (মঙ্গলবার) ম্যাচ ছিল প্রাইম ব্যাংক-পারটেক্স স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল-লিজেন্ডস অব রূপগঞ্জের। তবে সেই ম্যাচ মাঠে গড়ানোর আগেই স্থগিত করতে হয়েছে। 

মূলত সাভারের তীব্র যানজটের কারণে বিকেএসপির মাঠে পৌঁছাতে পারেননি কোনো দল। যে কারণে বাধ্য হয়েই ম্যাচ স্থগিত করেছে সিসিডিএম। এর আগে ভোরে হেমায়েতপুর এলাকায় ঘটে এক দুর্ঘটনা। তাতে বন্ধ হয় পুরো রাস্তার চলাচল। ফলে দেখা দেয় তীব্র যানজট।

জানা যায়, মঙ্গলবার ভোরে সাভারে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। সেখান থেকেই পাশের প্রাইভেটকারসহ ৫টি ট্রাকে ছড়িয়ে পড়ে আগুন। এতে এক ব্যক্তি নিহত ও তিন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন। যার ফলে দেখা দেয় তীব্র যানজট। এরই প্রভাব পড়েছে তামিম-মাশরাফিদের ম্যাচে। 

এদিন মাঠে নামার কথা ছিল তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজার দলদের। এছাড়া ম্যাচ ছিল নুরুল হাসান সোহানদেরও। 

লিজেন্ড অব রূপগঞ্জের একজন কর্মকর্তা জানিয়েছেন, হেমায়েতপুরে তীব্র যানজট শুরু হয়, যে কারণে মাঠে পৌঁছানো সম্ভব হয়নি। তবে খেলা রিসিডিউল করা হয়েছে আজকের ম্যাচ দুটি কাল হবে। কালকেরগুলো দেওয়া হয়েছে আগামী পরশু।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables