Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৫ ১৪৩০, বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা

ফাইল ছবি

তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দলে সুযোগ হয়েছে মাহমুদউল্লাহর।বিশ্বকাপের দল ঘোষণার জন্য ২৮ সেপ্টেম্বর বেধে দিয়েছিল আইসিসি। এর ঠিক দেড় দিন আগে সবার শেষে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দলে ওপেনার মাত্র দুজন। টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটসম্যান ৫জন। অধিনায়ক সাকিবের বাইরে বিশেষজ্ঞ স্পিনার ২জন। পেসার ৫জন। অলরাউন্ডার হিসাবে আছেন সাকিব আর মিরাজ।

তাওহিদ হৃদয়ের দলে থাকা অনেকটাই নিশ্চিত ছিল। সুযোগ হয়েছে তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও মেহেদি হাসানেরও।

লম্বা সময় পর নিউ জিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তামিম। খেলেন ৪৪ রানের ইনিংস। কিন্তু ম্যাচ শেষে তিনি জানান, তার চোট পুরোপুরি সারেনি। পিঠের ব্যথা রয়েই গেছে। বিষয়টি বিবেচনায় নিয়েই টিম ম্যানেজমেন্টকে দল ঘোষণার জন্য বলেন সাবেক অধিনায়ক। শেষ পর্যন্ত তাকে দলে নেওয়ার ঝুঁকি নেয়নি ম্যানেজমেন্ট।

মঙ্গলবার রাত ৮টা ১৬ মিনিটে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে বিসিবি। সেখানে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন করেন দলে সুযোগ পাওয়া খেলোয়াড়েরা। জার্সি হাতে খেলোয়াড়েরা ভিডিওতে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

জার্সি মুশফিকুর রহিম বলেন, ‘আস সালামু আলাইকুম। আমি মুশফিকুর রহিম। ইনশআল্লাহ আমি এবার বিশ্বকাপে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। আমাদের জন্য দোয়া করবেন।’

২০০৭, ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে খেলেছেন সাকিব। এবার তিনি দলের নেতৃত্বে। বিশ্বকাপে নিজের জার্সি হাতে নিয়ে নেড়েচেড়ে তিনি বলেন, ‘আমি সাকিব আল হাসান। বিশ্বকাপে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করব।’

বিশ্বকাপ খেলতে বুধবার ভারতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer