Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩০, রোববার ০১ অক্টোবর ২০২৩

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

ছবি- সংগৃহীত

প্রথম ইনিংসেই ম্যাচটা প্রায় জিতে গিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা সারতে বেশি সময় নিলেন না ভারতীয় ওপেনাররা। ফাইনাল ম্যাচ মাত্র ৬ ওভার ১ বলে জিতে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো ভারত।

রোববার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেট হারিয়েছে ভারত। শুরুতে বল করে লঙ্কানদের ৫০ রানেই আটকে দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২৬৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এই জয়ে এশিয়া কাপে পাঁচ বছরের আক্ষেপ ঘুচলো ভারতের। ২০১৮ সালের পর আবারও চ্যাম্পিয়ন হলো রোহিত শর্মার দল। সবমিলিয়ে এশিয়া কাপে এটি ভারতের অষ্টম শিরোপা। এশিয়ার সেরার আসরে এতবার শিরোপা জেতেনি আর কোনো দল। 

৩৭ বলে জিতে নতুন রেকর্ডের খাতায় নাম লিখিয়েছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটের যেকোনো ফরম্যাটে সবচেয়ে কম বলে ফাইনাল ম্যাচ জেতার রেকর্ড এটি। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভারতীয় পেসারদের তোপে দিশেহারা হয়ে পড়ে লঙ্কানরা। প্রথম ওভারেই জাসপ্রীত বুমরাহর বলে আউট হন কুশল পেরেরা। ইনিংসের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer