
ছবি- সংগৃহীত
ঢাকা: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হলে ‘সমুচিত জবাব’ দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পুলিশ ও প্রশাসন তাদের কাজ করছে। এ ঘটনার জড়িতদের ইতিমধ্যে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।’
ছাত্রলীগ সভাপতি জয়ের দাবি, আবরার হত্যাকে কেন্দ্র করে একটি মহল বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে অবমাননাকর করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘তদন্তের পরে অপরাধীদের বিরুদ্ধে ছাত্রলীগ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। তাছাড়া যে কারো বিরুদ্ধে দোষ পাওয়া গেলেই ব্যবস্থা নেয়া হবে।’
প্রসঙ্গত, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) সোমবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের সিঁড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী রবিবার রাতে হলের ২০১১ নম্বর কক্ষে শিবির সন্দেহে তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।