Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

খুলনায় আওয়ামী লীগ কর্মী খুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ৬ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

খুলনায় আওয়ামী লীগ কর্মী খুন

খুলনা: দিঘলিয়া উপজেলায় দলের ভেতরের প্রতিপক্ষের হাতে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গাজিরহাট ইউনিয়নের পদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টিপু শেখ (৫০) ওই গ্রামের সোনা উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, টিপু বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত সুপার আনিচুর রহমান বলেন, ‘কয়েকজন টিপু শেখকে ঘিরে ধরে কুপিয়ে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন করে ফেলে। এরপর তারা পালিয়ে যায়।’

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেকে) নেয়ার পথে তিনি মারা যান। গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান আনিচুর রহমান।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানিয়েছেন, গত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে দলের ভেতরের প্রতিপক্ষ টিপুকে কুপিয়ে হত্যা করেছে। দিঘলিয়া থানা পুলিশ জানিয়েছে, তারা হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables