Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৩ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

জেলকোডের থেকেও বেশি সুবিধা পাচ্ছেন খালেদা : আইনমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ২০ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জেলকোডের থেকেও বেশি সুবিধা পাচ্ছেন খালেদা : আইনমন্ত্রী

ঢাকা : জেলকোড অনুযায়ী যতটুকু সুবিধা প্রাপ্য বেগম জিয়া তার থেকে বেশিই পাচ্ছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বুধবার সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ৩৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। জেলকোডের বাইরে গিয়ে আর কোনো সুবিধা দেয়া সম্ভব নয় বলেও জানান তিনি।

আনিসুল হক বলেন, ‘জেল কোডে যা আছে তার থেকে বেশি সুবিধা পাচ্ছেন খালেদা জিয়া। আইনের বাইরে কিছু করার ক্ষমতা সরকারের নেই। বিচারপতি যারা আছেন বহুদিন ধরে বিচারকাজ চালিয়ে যাচ্ছেন। মামলার সংখ্যা কমে আসছে। আপিল বিভাগে খুব তাড়াতাড়ি নিয়োগ দেয়া হবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer