Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২০ ১৪৩২, বুধবার ০৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে বিএনপির প্রার্থীসহ গুলিবিদ্ধ ৩ : আশঙ্কাজনক ১

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭, ৫ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

চট্টগ্রামে বিএনপির প্রার্থীসহ গুলিবিদ্ধ ৩ : আশঙ্কাজনক ১

ফাইল ছবি

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় এ ঘটনা ঘটে।চট্টগ্রাম মেট্রোপলিটনের বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের নগরীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।’

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সরোয়ার নামে এক বিএনপিকর্মী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables