Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৪ ১৪৩২, সোমবার ১৯ মে ২০২৫

রংপুরে বৈষম্য বিরোধী কমিটি থেকে ২২ নেতার পদত্যাগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:০১, ১৯ মে ২০২৫

প্রিন্ট:

রংপুরে বৈষম্য বিরোধী কমিটি থেকে ২২ নেতার পদত্যাগ

ফাইল ছবি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মের নেতাদের বিভিন্ন ধরনের চাঁদাবাজি, দুর্নীতির প্রতিবাদ জানিয়ে এ প্লাটফর্ম থেকে একসাথে পদত্যাগ করছেন যুগ্ম সদস্য সচিব, সংগঠকসহ প্রায় ২২ জন সংগঠক। ১৮ মে রাতে নগরীর শিল্পকলা একাডেমিতে তারা পদত্যাগ করেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন,  রংপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ান, সংগঠক আদনান সামী সংগঠক এনায়েত রাব্বীসহ অন্যরা।

এসময় তারা সাংবাদিকদের বলেন, বিগত কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন ধরণের চাঁদাবাজি, দুর্নীতিসহ নানা নোংরামি ছড়াচ্ছে। দুই হাজার শিক্ষার্থীর রক্তের ওপরে দাঁড়িয়ে থাকা এ প্লাটফর্মে কোন দাগ আসুক সেটা কখনও আমরা চাই না। তাই আজকে আমরা ২২ জন এই প্লাটফর্ম থেকে পদত্যাগ করছি এবং ছাত্র জনতার কাতারে দাঁড়াচ্ছি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মের অভিযুক্ত দুর্নীতিবাজদের নাম উল্লেখ না করে যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ান বলেন, যারা বিভিন্ন দপ্তরে, মেলায় চাঁদাবাজি করেছে তারাই এই প্লাটফর্মের শীর্ষ চার পদে রয়েছেন। গেল রমজান মাসের আগে মেলার নামে হাউজি, লটারিসহ বিভিন্ন জুয়ার আসর বসেছিল নগরীর প্রয়াস পার্কে। তখন রংপুরবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে বলেছিল যে ছাত্র প্রতিনিধিরা কেন কিছু বলছে না। এর কারণ ঘাটতে গিয়ে আমরা জানতে পারি আমাদের স্ট্রেক হোল্ডারদের একটা অংশ টাকা নিয়েছে। যার প্রমাণ আমাদের কাছে আছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer