Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৪ ১৪৩২, সোমবার ১৯ মে ২০২৫

ঈদের পর যুক্তরাজ্য যাবেন ড. ইউনূস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৯, ১৯ মে ২০২৫

প্রিন্ট:

ঈদের পর যুক্তরাজ্য যাবেন ড. ইউনূস

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে যেতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের উচ্চপর্যায়ের সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, দ্বিপাক্ষিক সফর ধরে নিয়ে বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় ড. ইউনূসের যুক্তরাজ্য সফরের সূচি তৈরিতে কাজ করছে। সূত্র মতে, আগামী ঈদুল আজহার পরপরই প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাবেন। সফরসূচিতে ১৩ জুন তার দেশে ফেরার সম্ভাব্য তারিখ প্রস্তাব করা হয়েছে। সূত্র জানায়, সফরকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে।

অন্যদিকে ফ্রান্স সরকারের আমন্ত্রণ থাকলেও জাতিসংঘের ওশন কনফারেন্সে যোগ দিতে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা। এ ছাড়া জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় স্পেন সরকার।

বহুপক্ষীয় ফোরামে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় স্পেনেও যাচ্ছেন না ড. ইউনূস।

আগামী ৯-১৩ জুন ফ্রান্সের নিস শহরে তৃতীয় ওশন কনফারেন্স অনুষ্ঠিত হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ওশন কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানান। এ েেক্ষত্রে বাংলাদেশ থেকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কনফারেন্সে যাবে।

এ ছাড়া আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই স্পেনে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্স হবে। ওই কনফারেন্সে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে স্পেন সরকার। আমন্ত্রণ পেলেও প্রধান উপদেষ্টা কনফারেন্সে যোগ দিচ্ছেন না। বাংলাদেশ কনফারেন্সে প্রতিনিধি পাঠাবে। আশা করা হচ্ছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে একটি প্রতিনিধি দল কনফারেন্সে যোগ দেবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer