Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৩১ ১৪৩২, শুক্রবার ১৬ মে ২০২৫

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫, ১৫ মে ২০২৫

প্রিন্ট:

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত

ফাইল ছবি

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ’র পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার পরিচয়পত্র পেশ করার কথা ছিল।  এ দিন আরো পাঁচ জন রাষ্ট্রদূত ও হাইকমিশনারের পরিচয়পত্র পেশের সূচি ছিল। দিল্লি তাদের সবার পরিচয়পত্র প্রকাশের আয়োজন স্থগিত করে। দিল্লির বাংলাদেশ হাইকমিশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

রিয়াজ হামিদুল্লাহ নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে গত ৭ই এপ্রিল ভারতের নয়াদিল্লিতে যোগদান করেন। তিনি সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। 

গত বছরের নভেম্বরে (২০২৪) বাংলাদেশ সরকার ভারতের কাছে রিয়াজ হামিদুল্লাহর জন্য এগ্রিমো পাঠায়। গত ফেব্রুয়ারিতে ভারত সরকার বাংলাদেশি দূতের এগ্রিমো গ্রহণ করে।

রিয়াজ হামিদুল্লাহ এর আগে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি দিল্লি ও নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বিভিন্ন পদে কাজ করেন। এছাড়াও কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer