Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৪ ১৪৩২, সোমবার ১৯ মে ২০২৫

সেই ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকবে: আপিল বিভাগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ১৯ মে ২০২৫

প্রিন্ট:

সেই ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকবে: আপিল বিভাগ

ফাইল ছবি

জুলাই বিপ্লবের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে হাইকোর্টের হাইকোর্টের দেয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাদের জামিনের বিষয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে গত ২৯ এপ্রিল হাইকোর্টের দেয়া জামিন ৫ মে পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ওই আদেশ দেন।

এর আগে মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগের সমর্থক ৬১ আইনজীবীকে ৬ এপ্রিল কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন। পরে তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer