Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৩১ ১৪৩২, শুক্রবার ১৬ মে ২০২৫

যশোর দলিত-আদিবাসীদের উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবি

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৯, ১৫ মে ২০২৫

প্রিন্ট:

যশোর দলিত-আদিবাসীদের উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবি

ফাইল ছবি

যশোরে স্থায়ী ভূমিতে বসবাসের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন দলিত সম্প্রদায়ের নেতৃবৃন্দ। তাদের দাবি তারা এই ভূমির আদিবাসিন্দা। তাার ভূমিপূত্র। কিন্তু তাদের নিজস্ব কোন ভূমি নেই।তারা ভাসমান। তাদের নিজস্ব কোন বাড়িঘর নেই।

বিগত বছর গুলোতে সরকার দেশের ভূমিহীনদের নিয়ে পূর্ণবাসন নাটক করেছে। তাার ভূমিহীনদের নাম করে কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন। কিন্তু তাতে প্রকৃত ভূমিহীনদের ভাগ্যের কোন পরিবর্তন ঘটেনি। যা ঘটেছে তা লুটপাট ও দলীয় ক্যাডারদের পূর্ণবাসন। তাই জেলার বিশেষ করে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের

৯নং ওয়ার্ডের ধর্মতলা কামারপাড়ার ৫৩টি পরিবারের কয়েকশ’ সদস্যের মাথাগোঁজার ঠাঁয় নেই। তাদেরকে সরকারী ভাবে জেলার কোন স্থানে পূর্ণবাসনের দাবি জানান নেতৃবৃন্দও ভূক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতি দুপুরের দিকে

যশোর প্রেস ক্লাবের আর এম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানানো হয়।সম্মেলনে জানানো হয়, আদিবাসী সম্প্রদায়ের ৫৩টি পরিবার যুগ যুগ ধরে ধর্মতলা কামারপাড়ায় সরকারী জমিতে ছুপড়ি ঘর তুলে বসবাস করছে। তাদের নিজস্ব কোন জায়গা জমি নেই। এরা পেশায় কামার, কুমার, জেলে, ছুতোর, সুইপার,মাঝি,মুচি থেকে শুরু করে সমাজের নীচু পেশা হিসেবে স্বীকৃত নানা কর্মের সাথে জড়িত। এরা এই সমাজের আদিবসতি হওয়া সত্বেও তাদের নিজস্ব কোন স্থান না থাকায় তারা আস ভাসমান জীবনযাপন করছে। সম্প্রতি যশোর- ঝিনাইদহ মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের লক্ষ্যে সড়ক বিভাগ তাদের জায়গা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে। তারই অংশ হিসেবে ধর্মতলা কামারকপাড়ায় সরকারী জমিতে বসবাসকৃত ৫৩টি পরিবারকে উচ্ছেদের নোটিশ প্রদান করেছ ফলে এই পরিবারের শত শত মানুষ আজ উচ্ছেদ আতঙ্কে ভুগছেন। এই অবস্থায় এই পরিবার গুলোকে সরকারী কোন নিরাপদ জায়গায় স্থায়ী ভাবে বসবাস করার সুযোগ প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভূক্তভোগী পরিবারের সদস্য রিনা কর্মকার,উষা রানী বাগদী, সুমিত্রা কর্মকার।

সংহতি জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-যশোরের আহবায়ক রাশেদ খান,শাশ্বতী দলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক আয়নামতি বিশ্বাস, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)-যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রবিন দাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ-যশোর সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবলু দাস, নাগরিক
উদ্যোগের সহকারী মাঠ সমন্বকারী (যশোর) নাসির উদ্দীন, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরন লাল সরকার, দলিত যুব ফোরাম- যশোর এর সাধারণ সম্পাদক বিষ্টু দাস মাইকেল, সহ- সাধারণ সম্পাদক রিপন সরকার প্রমুখ।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer