Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৪ ১৪৩১, সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪

জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয় পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫০, ৯ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয় পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

ছবি- সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান লাকপতির ব্যক্তিগত কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে উপজেলার কামালপুর মৃধাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যানের দাবি, রাজনৈতিক কারণে তার কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে ধানুয়া কামালপুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান। এরপর কামালপুর মৃধাপাড়া মোড়ে একটি টিনশেড ঘর তৈরি করেন। ওই ঘর ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন তিনি। ইউপির কাজের বাইরে তিনি ঠিকাদারি কাজ দেখভাল করার জন্য এই কার্যালয় ব্যবহার করেন। গভীর রাতে কে বা কারা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে টিনশেড ঘরসহ আসবাবপত্র ও ঠিকাদারি কাজের বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ধানুয়া কামালপুর ইউপির চেয়ারম্যান মশিউর রহমান বলেন, স্থানীয় এক ব্যক্তিসহ পরিষদের কয়েকজন সদস্যের সঙ্গে আমার বিরোধ চলে আসছে। তারাই আমার ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে। এর আগেও তারা আমার বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করেছে। আইনি প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। আগুনে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় আগুন পুড়ে ছাই হয়েছে। তদন্ত করা হচ্ছে। কেউ যদি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকে তা খুঁজে বের করা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer