Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৩ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬

মেট্রোরেলের ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: কাদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭, ৫ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

মেট্রোরেলের ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: কাদের

ছবি- সংগৃহীত

হঠাৎ করে কারা মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট যোগ করার ঘোষণা দিয়েছে সেটা জানেননা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বললেন, এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসার কথা। কিন্তু হুট করেই তারা এমন খবর কেন দিলেন জানেননা তিনি।

শুক্রবার বেলা ১১টার পর টিআন্ডটি মাঠে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মেট্রোরেল গণপরিবহণ হিসেবে মানুষকে বিশেষ সেবা দিচ্ছে। আর জনগণও এর সুফল পাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জুলাই মাসের এখনও অনেক বাকি। মেট্রোরেলের টিকিটের উপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ভাড়া বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

এর আগে গতকাল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো একটি চিঠির সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাই থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ হতে যাচ্ছে। বলা হয়, মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ রয়েছে, যার সময়সীমা আগামী ৩০ জুন শেষ হবে। এর পরে ওই ভ্যাট অব্যাহতির সুবিধা বাতিল করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

Walton
Walton