Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২১ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

শেখ হাসিনার জন্মদিন: কেন্দুয়াতে আওয়ামীলীগ নেত্রী সালমা আক্তারের বৃক্ষরোপণ

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২২:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

শেখ হাসিনার জন্মদিন: কেন্দুয়াতে আওয়ামীলীগ নেত্রী সালমা আক্তারের বৃক্ষরোপণ

ছবি: বহুমাত্রিক.কম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আওয়ামী লীগের প্রবীণ নেত্রী সালমা আক্তার তার নিজ গ্রাম ছিলিমপুরে সকালে বৃক্ষরোপণ করেন এবং বিকেলে তার নিজ বাস ভবনে কেন্দুয়াতে মিলাদ মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু কণ্যার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। 

কেন্দুয়া উপজেলার আওয়ামী লীগের নেত্রী সালমা আক্তার চিরাং ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, নেত্রকোনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, ১৯৯৭ সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বৃক্ষরোপণে স্বর্ণ পদক প্রাপ্ত, ময়মনসিংহ বিভাগে সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে বিভাগীয় জয়িতা পদক প্রাপ্তি ছাড়াও তার রয়েছে সুদীর্ঘ উজ্জ্বল রাজনৈতিক এবং সামাজিক ক্যারিয়ার। 

বৃক্ষরোপণ এবং মিলাদ মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দুয়া উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সায়েম খান। আয়োজনে অন্যান্য উপস্থিতিদের মধ্যে ছিলেন চিরাং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনামুল কবীর খান, চিরাং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মানবাধিকার সংস্থা - বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন - বাসক এর কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুল কবীর খান হলি, চিরাং ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য বিল্লাল মিয়া,  কেন্দুয়া উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক আউয়াল, আপেল মাহমুদ, রিয়েল, সদস্য জহিরুল ইসলাম বাবু, জুয়েল, কেন্দুয়া পৌর ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক রিফাত বিজয়, কেন্দুয়া কলেজ ছাত্র লীগের আহ্বায়ক প্রিন্স কবীর খান বাবু, যুগ্ম আহ্বায়ক হেদায়েত, সুমনসহ অন্যরা।