Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৫ ১৪৩২, রোববার ৩১ আগস্ট ২০২৫

করোনায় অনলাইনে ফ্রি ফটোগ্রাফি শেখার সুযোগ দিচ্ছে নিকন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ৬ এপ্রিল ২০২০

আপডেট: ১৬:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

করোনায় অনলাইনে ফ্রি ফটোগ্রাফি শেখার সুযোগ দিচ্ছে নিকন

ঢাকা : বিনামূল্যে কোম্পানির সব অনলাইন ক্লাসে অংশ নেয়ার সুযোগ করে দিল নিকন। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত যে কোনো নিকন অনলাইন ক্লাস থেকে ছবি তোলার খুঁটিনাটি শিখে নেয়া যাবে।

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী ঘরবন্দি কয়েকশো কোটি মানুষ। ঘরে বসে নতুন কিছু শেখার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে জাপানের কোম্পানিটি। ছবি তোলার বেসিক টিউটোরিয়াল থেকে মিউজিক ভিডিও বানানো, সব ধরনের অনলাইন ক্লাসেই বিনামূল্যে অংশ নেয়া যাবে।

একটি নিকন অনলাইন ক্লাসে ১৪.৯৫ মার্কিন ডলার থেকে ৪৯.৯৫ মার্কিন ডলার খরচ হয়। সেখানে প্রফেশনাল ফটোগ্রাফাররা বিষয়ের গভীরে গিয়ে ছবি তোলার খুঁটিনাটি বিশ্লেষণ করেন।

নিজের নিকন ক্যামেরা না থাকলেও এই অনলাইন ক্লাসে অংশ নিতে পারবেন। যদিও কয়েকটি ক্লাসে শুধুমাত্র কোম্পানির বিভিন্ন ক্যামেরা সম্পর্কে বিস্তারে শেখানো হয়। নিজের নাম, দেশ ও ইমেল উল্লেখ করে অনলাইন ক্লাসে যোগ দেয়া যাবে।

অনলাইন ক্লাসে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি, পোট্রেট সহ বিভিন্ন ধারার ছবি তোলা শিখতে আলাদা ক্লাস রয়েছে। এছাড়াও শিখে নেয়া যাবে শিশু ও পোষ্যের ছবি তোলার উপায়।

অনলাইনে ক্লাস করতে রেজিস্ট্রেশন করুন: https://online.nikonschool.com

Walton Refrigerator cables
Walton Refrigerator cables