Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ২৪ ঘণ্টা বাড়লো

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ৩০ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ২৪ ঘণ্টা বাড়লো

ফাইল ছবি

গাজায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও একদিন অর্থাৎ ২৪ ঘণ্টা বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও ইসরাইল কর্তৃপক্ষ- উভয়ই এই ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবামাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। 

ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘মধ্যস্থতাকারীদের চেষ্টায় জিম্মিদের মুক্তির শর্তসাপেক্ষে গাজায় সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে।’পৃথক বিবৃতিতে হামাস বলেছে, ‘গাজায় শুক্রবার শুরু হওয়া সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর একটি চুক্তি হয়েছে। যুদ্ধবিরতি আরও ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে।’

গত ২৪ নভেম্বর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে চারদিনের একটি যুদ্ধবিরতি শুরু হয়। পরে এর মেয়াদ আরও দুদিন বাড়ানো হয়। গতকাল বুধবার (২৯ নভেম্বর) বর্ধিত যুদ্ধবিরতির ষষ্ঠ দিন চুক্তি অনুযায়ী ১৬ জন জিম্মিকে মুক্তি দেয় হামাস। এর বিনিময়ে কারাগার থেকে ৩০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করেছে ইসরাইল। 

শুক্রবার যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ছয় দফায় মোট ৯৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে, আজ রাতে মুক্তি পাওয়া ৩০ জনসহ ছয় দিনে ২১০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ।
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables