Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

হরতাল-অবরোধ বন্ধে রিজভীকে আইনি নোটিশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২১, ১৫ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

হরতাল-অবরোধ বন্ধে রিজভীকে আইনি নোটিশ

ফাইল ছবি

হরতাল-অবরোধ বন্ধ চেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে নোটিশটি পাঠানো হয়েছে

মঙ্গলবার বিকেলে রেজিস্ট্রার ও ডাকযোগে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিরাজুল ইসলাম। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, নোটিশ পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যে কর্মসূচি থেকে সরে না এলে রিজভী তথা বিএনপির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রুহুল কবির রিজভীর উদ্দেশে নোটিশে বলা হয়, ‘আপনাকে এ মর্মে লিগ্যাল নোটিশ প্রদান করা হচ্ছে যে, ২৮ অক্টোবর থেকে আপনি আত্মগোপনে থেকে বিভিন্ন মাধ্যমে হরতাল-অবরোধ ঘোষণা দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছেন। আপনার কর্মসূচির সময় দেশের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের যানবাহন এমনকি অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে। পাশাপাশি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে।’

এতে বলা হয়, ‘প্রতি সপ্তাহে রবিবার সকাল ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ দেওয়ায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিপ্রার্থীদের পরীক্ষা ব্যাহত হচ্ছে। এর মধ্যে ১৭ নভেম্বর বাংলাদেশ বার কাউন্সিলের সনদ নিতে আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা। এ পরীক্ষা নিয়ে চরম অনিশ্চয়তায় আছে। তাই আপনি (রিজভী) নোটিশ গ্রহীতা হিসেবে ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার পরিবেশ তৈরিতে সহযোগিতা করবেন।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer