Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ধ্বংসস্তুপ লুইজিয়ানা-টেক্সাস : লরার আঘাতে ১৪ জনের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ২৯ আগস্ট ২০২০

প্রিন্ট:

ধ্বংসস্তুপ লুইজিয়ানা-টেক্সাস : লরার আঘাতে ১৪ জনের মৃত্যু

ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে ক্যাটাগরি ফোর মাত্রার শক্তিশালী হ্যারিকেন লরা আঘাত হানার পর ধ্বংসস্তূপে পরিণত যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাস উপকূল। সর্বত্রই হ্যারিকেন লরা’র ছোবলের ক্ষতচিহ্ন। চুরমার করে দিয়ে গেছে লুইজিয়ানা এবং টেক্সাসের উপকূলীয় অঞ্চল। পানিবন্দী হয়েছে পড়েছেন লাখো মানুষ।

এদিকে হ্যারিকেনের তাণ্ডবে লুইজিয়ানায় ১০ এবং টেক্সাসে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।দুই অঙ্গরাজ্যে ৮ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছে রেড ক্রস। ধ্বংস্তূপ অপসারণে ন্যাশনাল গার্ডের দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

বহু বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায়, এখনো বিদ্যুতহীন রয়েছেন কয়েক লাখ বাসিন্দা।একে ভয়াবহ দুর্যোগ আখ্যা দিয়েছেন লুইজিয়ানা ও টেক্সাসের গভর্নররা। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কিছু সময় লাগবে বলে জানিয়েছেন। তবে বিভিন্ন জায়গায় ত্রাণ সরবরাহ করা হচ্ছে।

শনিবার ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables