Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

১০ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে : ত্রাণ প্রতিমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৪, ১২ জুলাই ২০১৯

প্রিন্ট:

১০ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে : ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা : দেশের বিভিন্ন স্থানে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জানিয়ে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান বলেছেন, দশটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। তবে, দুর্যোগ মোকাবিলায় সরকার তৎপর রয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

ডা. মোহাম্মদ এনামুর রহমান বলেন, আগামী কয়েকদিন আরো ভারী বর্ষণ হতে পারে, এর ফলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। এরইমধ্যে আমাদের দশটি জেলায় পানি বিপদসীমার ওপর দিয়ে অতিবাহিত হচ্ছে। এরমধ্যে সুরমা নদীর পানি ১০০ সেমিটারের ওপর দিয়ে অতিবাহিত হচ্ছে। কুশিয়ারা, সমেশ্বরী, কংস, তিস্তা, মাতামুহুরী-এই নদীগুলোর পানি অনেক ওপর দিয়ে অতিবাহিত হচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের ৬২৮টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ২৬টি খুবই ঝুঁকিপূর্ণ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer