Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

মৌলভীবাজারে পরিবেশ সাংবাদিক ফোরামের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৮, ৬ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মৌলভীবাজারে পরিবেশ সাংবাদিক ফোরামের মতবিনিময়

মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিলেট বিভাগী বন কর্মকর্তা মিহির কুমার ধর। ছবি: বহুমাত্রিক.কম

মৌলভীবাজার : বিশ্ব পরিবেশ দিবস-২০১৬ উপলক্ষে মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ‘বিপর্যস্ত পরিবেশ: প্রেক্ষিত মৌলভীবাজার’ বিষয়ে লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন পরিবেশ সাংবাদিক ফোরাম জেলা কমিটির সাধারণ সম্পাদক নূরুল মোহাইমীন মিল্টন। রোববার মৌলভীবাজার প্রেস ক্লাবে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরাম এর সভাপতি সৈয়দ মহসিন পারভেজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল মোহাইমীন মিল্টন এর সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার ধর। সভায় লিখিত প্রতিবেদনের ওপর বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। বর্তমানে পানি দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। পানি দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এছাড়াও লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণীর খাবার সংকট মোকাবেলায় ফলজ গাছ রোপণ ও বনাঞ্চল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer