Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৮ ১৪৩২, মঙ্গলবার ১৩ মে ২০২৫

মে মাসের শেষে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫, ১২ মে ২০২৫

প্রিন্ট:

মে মাসের শেষে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’

ফাইল ছবি

চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নতুন একটি ঘূর্ণিঝড়। শ্রীলঙ্কার প্রস্তাবে এ ঝড়ের নাম হতে পারে ‘শক্তি’।

ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়ে সম্প্রতি এক ফেসবুক পোস্টে দেশবাসীকে সতর্ক করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ

ফেসবুক পোস্টে পলাশ জানান, ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলে আঘাত হানতে পারে। আগামী ২৩ থেকে ২৮ মে-এর মধ্যে বঙ্গোপসাগরে ওই শক্তিশালী ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ২৪ মে’র পরে এটি উপকূলে আঘাত হানতে পারে। ভারতের ওড়িশা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত অঞ্চলে ঝড়ের প্রভাব পড়তে পারে বলেও জানান আবহাওয়াবিদ পলাশ।

এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৬ থেকে ১৮ মে-এর মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি বাংলাদেশের দিকে অগ্রসর হলে উপকূলীয় এলাকাগুলোতে তীব্র বাতাস, ভারি বৃষ্টি ও জলোচ্ছ্বাস আকারে ঝরে পড়তে পারে।

এছাড়া গত ৩০ এপ্রিল মাসিক বুলেটিনে আবহাওয়া দফতর জানিয়েছিল, মে মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এছাড়া মাসজুড়ে দেশে দু-তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় এবং পাঁচদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে বলেও বুলেটিনে জানানো হয়। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer