Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

গণপরিবহন সংকটের প্রতিবাদে খিলক্ষেতে সড়ক অবরোধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২১, ১ এপ্রিল ২০২১

প্রিন্ট:

গণপরিবহন সংকটের প্রতিবাদে খিলক্ষেতে সড়ক অবরোধ

দেশে আবারও করোনার সংক্রমণ দ্রুত বাড়ায় ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে গণবরিবহনকে স্বাস্থ্যবিধি মেনে চলার নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশ মেনে রাজধানীর বাসগুলো অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ঠেলাঠেলি করেও বাসে উঠতে পারছে না অনেকে।

গণপরিবহন সংকটের প্রতিবাদ জানাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজধানীর খিলক্ষেতে বিমানবন্দর সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ যাত্রীরা।

খিলক্ষেত থানার ওসি মুন্সী ছাব্বীর আহম্মদ জানান, করোনা পরিস্থিতির কারণে বাসগুলো অর্ধেক যাত্রীর বেশি তুলছে না। এর ফলে অফিসগামী মানুষরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছেন না। এতে তারা ক্ষুব্ধ হয়ে খিলক্ষেত ওভার ব্রিজের নিচে রাস্তা বন্ধ করে অবস্থান নেন।

বিক্ষোভকারীদের দাবি, সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা স্টপেজে দাঁড়িয়ে থেকে বাসে উঠা যাচ্ছে না। বাসের দরজা বন্ধ। একদিকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে অন্যদিকে শত চেষ্টা করেও বাসে সিট পাওয়া যাচ্ছে না। এতে দুর্ভোগের শেষ নেই। এর স্থায়ী সমাধান চাচ্ছেন যাত্রীরা।

সড়ক অবরোধের ফলে পুরো বিমানবন্দর সড়কে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়। কুড়িল ফ্লাইওভার-বনানী ও উত্তরা পর্যন্ত সড়ক স্থবির হয়ে পড়ে। পরে পুলিশ বিক্ষুব্ধদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রায় ২০ মিনিট পর বিক্ষুব্ধরা সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables