Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন : ঢামেকে ভর্তি ২৫

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫২, ১১ ডিসেম্বর ২০১৯

আপডেট: ১৮:৪৯, ১১ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন : ঢামেকে ভর্তি ২৫

ঢাকা: রাজধানীর কেরাণীগঞ্জে ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কেরাণীগঞ্জ ফায়ার স্টেশনের ১০টি ইউনিট। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের লিডার আব্দুস সামাদ আজাদ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কেরাণীগঞ্জের ওই কারখানায় আগুন লাগে। ওই কারখানাটিতে ওয়ান টাইম প্লেট তৈরি করা হয়। এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান আব্দুস সামাদ আজাদ।

এদিকে, ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাইম প্যাক্ট কারখানার আগুনে দগ্ধ কমপক্ষে ২৫ জনকে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালে ভর্তি হওয়া দগ্ধ রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন, কারখানাটিতে কিছু মেরামতের কাজ চলছিল। এ অবস্থায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। উদ্ধারকারী মো. জাহিদ জানান, আগুনে দগ্ধ হয়ে ২৫ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।