সংগৃহীত
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে শুক্রবার বিকেলে রণক্ষেত্রে পরিণত হয়েছে ফরিদপুরের বোয়ালমারী সদর। এতে অন্তত ১৫ জন আহত হন।
খবরে জানা গেছে, ২০টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় একটি শপিং কমপ্লেক্সে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, উপজেলা বিএনপি দুটি পক্ষে বিভক্ত। একদিকে রয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকরা।
অন্যপক্ষে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর সমর্থকরা। গত মাসে কমিটি গঠনকে কেন্দ্র করে তাদের বিরোধ আরও প্রবল হয়ে ওঠে।
৭ নভেম্বর উপলক্ষে বিবদমান দুটি পক্ষ পৃথক কর্মসূচি ঘোষণা করে। এ নিয়ে শুক্রবার সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল নেতাকর্মীদের মধ্যে। পরিস্থিতি আঁচ করতে পেরে বোয়ালমারী থানা পুলিশের অনুরোধে ফরিদপুর পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ এনে উপজেলা সদরে মোতায়েন করা হয়।
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সর্তক অবস্থায় আছে।




