Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২০ ১৪৩২, মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫

আইন-শৃঙ্খলার কাঙ্ক্ষিত উন্নতি করা সম্ভব হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৫, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৫৫, ৪ আগস্ট ২০২৫

প্রিন্ট:

আইন-শৃঙ্খলার কাঙ্ক্ষিত উন্নতি করা সম্ভব হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যা ছিল সে অবস্থা থেকে অনেক ভালো হয়েছে- এ কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তবে আইন-শৃঙ্খলার কাঙ্ক্ষিত উন্নতি করা সম্ভব হয়নি।

সোমবার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।এ সময় তিনি আরও বলেন, মঙ্গলবার (৫ আগস্ট) উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া জুলাই ঘোষণাপত্র নিয়ে আয়োজিত সব অনুষ্ঠান নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমান পুলিশবাহিনী দিয়েই আগামী নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে। পুলিশ সদস্যদের দেয়া হচ্ছে প্রশিক্ষণও।

আগামী নির্বাচন পর্যন্ত দেশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও অপর এক প্রশ্নের জবাবে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।কে নির্বাচনে অংশ নিলো আর কে নিলো না সেটা দেখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের না এই মন্ত্রণালয়ের দায়িত্ব আইন শৃঙ্খলা ঠিক রাখা।  

Walton Refrigerator cables
Walton Refrigerator cables