Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১০ ১৪৩২, শনিবার ২৬ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ ৫ জনের পরিচয় শনাক্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩, ২৪ জুলাই ২০২৫

প্রিন্ট:

মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ ৫ জনের পরিচয় শনাক্ত

ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্তের দুর্ঘটনায় অগ্নিদগ্ধে বিকৃত হয়ে যাওয়া ৫ জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব।

বৃহস্পতিবার  বিকেলে এ তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলশ সুপার জসিম উদ্দীন খান।

তিনি বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় গত দুইদিনে বিকৃত হয়ে যাওয়া পাঁচ মরদেহ বা দেহাবশেষ থেকে ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিভাগ। কিছুক্ষণ আগে ৫ জনের পরিচয় শনাক্ত করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে এ ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যদের রাজধানী মালিবাগে সিআইডি ভবনে ডিএনএ ম্যাচিংয়ের জন্য নমুনা দেওয়ার অনুরোধ জানায় সরকার। বুধবার (২৩ জুলাই) সরকারি তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।

এদিকে নিখোঁজ সন্তানের খোঁজে আজও দিশেহারা বাবা-মা। সন্তানের জন্য অশ্রু ঝরাচ্ছেন দুর্ঘটনা কবলিত স্কুলের মূল ফটকের সামনে। কখনো চিৎকার করে স্কুল কর্তৃপক্ষের কাছে চাইছেন সন্তানের খোঁজ।

মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির রাইসা মনির বাবা সাহাবুল ইসলাম৷ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে রাইসা মনি৷ প্রায় সম্পূর্ণ শরীর পুড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ যায় রাইসার৷ রাইসার দেহাবশেষের ঠাঁই হয় সিএমইএইচে৷ এখনো বুঝে পায়নি আদরের সন্তানের মরদেহ৷ এরইমধ্যে আরেক অভিভাবক রাইসা মনিকে নিজের সন্তান দাবি করছেন৷ সন্তানের শারীরিক গঠন তার কাছে চিরচেনা তাই রাইসার জন্য এখন পাগল প্রায় বাবা সাহাবুলও৷

এদিকে, সন্তান বেঁচে আছে নাকি মরে গেছে জানেন না আফিয়ার মা৷ তাই স্কুলের ভেতরে প্রবেশ করতে না পেরে মূল ফটকের সামনেই নাড়িছেঁড়া ধনের জন্য আকুতি তার৷

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ভাগ্যক্রমে যারা বেঁচে গেছেন সেই সব শিক্ষার্থীদের তাড়া করতে দুঃসহ স্মৃতি৷ প্রিয় বন্ধু, প্রিয় সহপাঠীর সাথে খেলা হবে না, দেখা হবে না স্কুল মাঠে কিংবা টিফিনের ফাঁকে৷ সকালে শিক্ষকরা আসেন স্কুলে। শোকস্তব্ধ তারাও।

হতাহতদের তালিকা নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ণয়ে স্কুল কর্তৃক গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করলেও গণমাধ্যমে কথা বলেনি কেউই৷এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্য হয়েছে বলেও জানানো হয়েছে।  

Walton Refrigerator cables
Walton Refrigerator cables