Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৫ ১৪৩১, রোববার ১৯ জানুয়ারি ২০২৫

এসআই পদে নিয়োগ পেতে আর্থিক অনিয়মে জড়াবেন না : পুলিশ সদর দপ্তর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪, ৮ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

এসআই পদে নিয়োগ পেতে আর্থিক অনিয়মে জড়াবেন না : পুলিশ সদর দপ্তর

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগ চলছে। এ নিয়োগ প্রক্রিয়ায় শুধু মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে পুলিশ সদর দপ্তর।

রোববার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআই পদে নিয়োগ পেতে কারও প্রলোভনে পড়ে কোন ধরনের আর্থিক লেনদেন বা অন্য কোন অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের প্রতারকদের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer