Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৪ ১৪৩১, শনিবার ০৯ নভেম্বর ২০২৪

হাসপাতালে ভর্তি ফরহাদ মজহার

প্রকাশিত: ১৯:২৬, ৪ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

হাসপাতালে ভর্তি ফরহাদ মজহার

ফাইল ছবি

শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। শুক্রবার সকাল ১১টার দিকে তিনি হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন।

ফরহাদ মজহার হাসপাতালের মেডিসিন বিভাগে ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনিগ) পরিচালক সীমা দাস সিমু।
সীমা দাস সিমু গণমাধ্যমকে বলেন, ‘চার-পাঁচ দিন ধরে ফরহাদ মজহার জ্বরে ভুগছিলেন। আজ (শুক্রবার) সকাল থেকে বেশি অসুস্থ বোধ করায় ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘সাড়ে ১১টার দিকে ফরহাদ মজহারের চিকিৎসা শুরু হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ফরহাদ মজহার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer