Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৯ ১৪৩১, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

ডিবি কার্যালয়ে টুকু-পলক-সৈকত : আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৩, ১৫ আগস্ট ২০২৪

আপডেট: ১২:০৩, ১৫ আগস্ট ২০২৪

প্রিন্ট:

ডিবি কার্যালয়ে টুকু-পলক-সৈকত : আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ

ফাইল ছবি

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গতকাল গ্রেপ্তার করে তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

এরআগে, বুধবার  রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর এ তিন নেতাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেন্টু মিয়া বলেন, ‘গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে তাদেরকে রাখা হয়েছে। সেখান থেকে আজ তাদেরকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।’

তিনি আরও বলেন, ‘গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যা করা হয়। ওই মামলায় শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer