Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২২ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

অবৈধভাবে বিদেশ যাওয়ার চেয়ে দেশে কিছু করা ভালো : প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৪, ২৫ মে ২০২৪

প্রিন্ট:

অবৈধভাবে বিদেশ যাওয়ার চেয়ে দেশে কিছু করা ভালো : প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিল কমাতে চাইলে বিদ্যুৎ, পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।’শনিবার বঙ্গবাজারে চার প্রকল্পের আধুনিকায়ন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘অবৈধভাবে বিদেশ যাওয়ার চেয়ে দেশে কিছু করা ভালো।’তিনি বলেন, ‘পার্ক যেনো মাদক সেবনের জায়গা না হয়।’ সে জন্য কাউন্সিলরদের সচেষ্ট হওয়ার নির্দেশ দেন সরকার প্রধান।

তিনি জানান, কুরবানির জন্য সারাদেশে আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করবে সরকার।