Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

স্মরণসভা

মানিক ছিলেন বহু গুণে গুণান্বিত সফল একজন মানুষ: মেয়র আরিফুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২০, ১২ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

মানিক ছিলেন বহু গুণে গুণান্বিত সফল একজন মানুষ: মেয়র আরিফুল

ছবি: বহুমাত্রিক.কম

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আজিজুল হক মানিক ছিলেন বহু গুণে গুণান্বিত সফল একজন মানুষ। কাউন্সিলর হিসেবে তিনি আমার সহকর্মী ছিলেন। সিলেটের অনেক উন্নয়নমূলক কাজে তাঁর অবদান অপরিসীম। তিনি ছিলেন আপন আলোয় উদ্ভাসিত। শিক্ষক হিসেবে ছিলেন জনপ্রিয়, সাংবাদিকতায় স্বচ্ছ, জনপ্রতিনিধি হিসেবে মানুষের খুব কাছের একজন ছিলেন। তাঁর বর্ণ্যাঢ্য জীবন নিয়ে আলোচনা দরকার, যাতে করে আগামী প্রজন্ম তাঁকে জানতে পারে। তাকে খুব কাছে থেকে দেখেছি। নিজের ফায়দা হাসিলের কথা কখনোই চিন্তা করেননি। সমাজ ও মানুষের কল্যাণে অত্যন্ত নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন তিনি। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।

বিশিষ্ট সাংবাদিক, লেখক, সংগঠক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আজিজুল হক মানিক নাগরিক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শনিবার সন্ধ্যায় আজিজুল হক মানিক নাগরিক স্মরণসভা পর্ষদ সিলেটের আয়োজনে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহিদ সুলেমান হলে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে স্মরণসভা সম্পন্ন হয়।

আজিজুল হক মানিক নাগরিক স্মরণসভা পর্ষদের আহ্বায়ক ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানের সভাপতিত্বে স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন নাগরিক স্মরণসভা পর্ষদের সদস্যসচিব গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল। বিশিষ্ট লেখক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি ও শাবিপ্রবি’র ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌসের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবর রহমান চৌধুরী, কবি অধ্যক্ষ কালাম আজাদ, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মরহুমের পরিবারের পক্ষে দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, কেমুসাসের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল কাদের তাপাদার, শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল আব্দুস শাকুর, বিশিষ্ট কবি ডা. মোহাম্মদ  মাশুকুর রহমান, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সোহেল, গবেষক কবি তাবেদার রসুল বকুল, রাজনীতিবিদ বাচিকশিল্পী কবি সালেহ খসরু, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আমজাদ হোসাইন, কেমুসাস-এর সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, গবেষক ড. তুতিউর রহমান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলিম উদ্দিন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ রাজিক মিয়া, বাংলাদেশ ব্যাংকের জিএম কবি আমিনুল ইসলাম,মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক, মাসিক ভিন্নধারা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ক্রীড়া সংগঠক জাবেদ আহমদ, পায়রা সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, হাসন মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, কেমুসাসের সহ পাঠাগার সম্পাদক ইছমত হানিফা চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আজিজুল হক মানিক ছিলেন একটি প্রতিষ্ঠান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন। শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের জন্য অনুপম আদর্শ তৈরি করতে পেরেছিলেন। শিক্ষার্থীরা তাঁকে ভীষণ পছন্দ করতো। সততার যুদ্ধে আজিজুল হক মানিক নির্ভীক সৈনিক। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাসউদ খান বলেন, আজিজুল হক মানিক অসাধারণ এক প্রতিভাবান একজন মানুষ। তার কল্যাণকামী চিন্তা অন্যদেরকেও কল্যাণের পথে অগ্রসর করলে আমাদের আজকের আলোচনা সার্থক হবে।

স্মরণসভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবুল হাসনাত বেলাল ও হামদ পরিবেশন করেন সুজাউল কবির শামীম। পরিশেষে মরহুমের মাগফেরাত কামনায় মুনাজাত পরিচালনা করেন ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer