Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২০ ১৪৩০, রোববার ০৪ জুন ২০২৩

এশিয়ার আয়রন লেডি আখ্যা পেয়েছেন শেখ হাসিনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১১, ২৫ মে ২০২৩

আপডেট: ১৫:১৪, ২৫ মে ২০২৩

প্রিন্ট:

এশিয়ার আয়রন লেডি আখ্যা পেয়েছেন শেখ হাসিনা

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি হিসেবে আখ্যায়িত করেছে দ্যা ইকনোমিস্ট পত্রিকা। 

লন্ডন থেকে প্রকাশিত ওই সাপ্তাহিক পত্রিকাতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদী নারী সরকার প্রধান। তার নেতৃত্বে দারিদ্র বিমোচনের পাশাপাশি বেশিরভাগ সময় ৭ ভাগ জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে দেশটি। 

প্রতিবেদনে বলা হয়, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে চারবার নির্বাচনে বিজয়ী করেছেন, যা ইন্দিরা গান্ধী ও মার্গারেট থ্যাচারের চেয়েও বেশি বলেও তুলে ধরে দ্যা ইকনোমিস্ট। যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে প্রথম এ বিরল সম্মানে অভিহিত করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer