
ছবি- সংগৃহীত
রাজধানীর মালিবাগে যাত্রীবাহী একটি বাসকে ট্রেনের ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে থানার ডিউটি অফিসার সাব ইনস্পেক্টর মোকলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের একটি এসি বাসকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। রেল পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন।