Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৪ ১৪৩১, রোববার ১৯ মে ২০২৪

ইউটিউবে ‘মানিকে মাগে হিথে’র বাংলা ভার্সন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ১৪ অক্টোবর ২০২১

প্রিন্ট:

ইউটিউবে ‘মানিকে মাগে হিথে’র বাংলা ভার্সন

‘মানিকে মাগে হিথে’ গানটি গেয়ে রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কান সংগীতশিল্পী ইয়োহানি। সিংহলী ভাষায় গাওয়া তার গানে মেতেছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে মাধুরী দীক্ষিতের মতো বলিউডের তারকারা।

ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ১০০ মিলিয়নের গণ্ডি। সম্প্রতি ভারতে কনসার্ট করেন ইয়োহানি। ভারতের প্রায় সব ভাষার সংগীতশিল্পীরাই এই গান গেয়েছেন। এবার এই গানের সুরে গাওয়া হলো পূজার গান।

পুরো ভারতে এখন পূজার আমেজ। তারই মধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘মানিকে মাগে হিথে’ গানের বাংলা পূজার গানের ভার্সন। সিংহলী গানের সঙ্গে যোগ করা হয়েছে বাংলা গানের কথা। গানের কথা লিখেছেন অম্লান লাহিড়ি। গানটি গেয়েছেন দেবত্রয়ী।

এই ভিডিওটি দেখেছেন ৪০ হাজারের বেশি দর্শক। গানের নামকরণ করা হয়েছে ‘তুমি জানতো সবই গো মা’। গানের মাধ্যমে মা দুর্গার আগমনী গেয়েছেন সংগীতশিল্পী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়োহানি জানিয়েছিলেন, সুযোগ পেলে বলিউডে গান গাইতে চান তিনি। বলিউডে কাজ করার ইচ্ছা থেকেই হিন্দি শিখছেন তিনি। তার পছন্দের সংগীত পরিচালক এ আর রহমান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer