Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

করোনায় আক্রান্ত লালনসঙ্গীত শিল্পী ফরিদা পারভীন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ১১ এপ্রিল ২০২১

আপডেট: ১১:২১, ১১ এপ্রিল ২০২১

প্রিন্ট:

করোনায় আক্রান্ত লালনসঙ্গীত শিল্পী ফরিদা পারভীন

ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন।শনিবার দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ইমাম জাফর নোমানী।

তিনি জানান, চারদিন ধরে তার মা অসুস্থবোধ করছিলেন। ৭ এপ্রিল তার করোনা টেস্ট করালে রিপোর্ট ‘পজিটিভ’ আসে। তবে মায়ের তেমন কোনো শারীরিক সমস্যা নাই। শুধু কিছুটা শ্বাসকষ্ট আছে। চিকিৎসকের পরামর্শে বাসাতেই চিকিৎসা চলছে।

লালনের গান গেয়ে দেশে-বিদেশে খ্যাতি পেয়েছেন ফরিদা পারভীন। ১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন।