Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে বিক্রি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১২, ২৫ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

লন্ডনে বিক্রি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি

বিক্রি হয়ে যেতে চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের লন্ডনের বাড়ি। এই বাড়িতে বসেই গীতাঞ্জলি`র ইংরেজি অনুবাদ করেছিলেন। যার ফলে ভারত তথা সমগ্র বাঙালির ঘরে আসে প্রথম নোবেল পুরস্কার।

২০১৫ সালে লন্ডনে এসে বাড়িটি দেখে সরকারিভাবে তা কিনে নেওয়ার জন্য ভারত সরকারকে চিঠি লিখেছিলেন মমতা ব্যানার্জী। কিন্তু, হেরিটেজ সম্পত্তি হওয়ায় সে সময় তা কেনা সম্ভব হয়নি। বর্তমানে সম্পত্তিটি ব্যক্তিগত হাতে যাওয়ায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান মালিক।

২০১৫ এবং ২০১৭ সালে দু`বার বাড়িটি কিনে নিয়ে সংরক্ষণের আবেদন জানালেও ভারত সরকারের তরফে কোনো সাড়া পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী বাড়িটিকে রবীন্দ্রনাথের স্মারক সংগ্রহশালা তৈরি করার পরামর্শ দিয়েছিলেন। এমন গুণী মানুষের ব্যক্তিগত সম্পত্তিকে হেরিটেজ হিসেবেও রক্ষা করার কথা বললেও কার্যক্ষেত্রে তার কিছুই হয়নি এটাই আক্ষেপের বলে মনে করছেন অনুরাগীরা।

১৯১২ সালে যখন লন্ডন এসেছিলেন, তখন এখানেই ছিলেন কবিগুরু। এখানেই বিশ্বকবি ১০৩টি কাব্যের অনুবাদ করে নোবেল কমিটিকে পাঠান। ১৯১৩ সালেই গীতাঞ্জলির জন্য নোবেল সম্মান পান রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরও ১৯৩১ সাল পর্যন্ত এই বাড়িতে অনেকটা সময়ই কাটিয়েছিলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই তিন বেডরুমের বাড়িটি দাম উঠেছে ২৭ লাখ পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৭.৩০ কোটি টাকা। উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড হিথে অবস্থিত এই বাড়িটি বিক্রির দায়িত্বে রয়েছেন ইওরোপীয়ান কোম্পানি গোল্ডস্মিথ অ্যান্ড হাওল্যান্ড। এতদিন ওই বাড়িটি হেরিটেজ হিসেবেই মান্যতা পেত, কিন্তু হেরিটেজ ট্রাস্টের মেয়াদ শেষ হতে তা আর বাড়ানো হয়নি। ফলে ১৮৬৩ সালে তৈরি এই ভিক্টোরিয়ান ভিলা ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়। তাতে যদিও এর ঐতিহাসিক মহত্ত্ব কোনোভাবে কমে না।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables