
ছবি-বহুমাত্রিক.কম
বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের মুখপত্র বজ্রকন্ঠ এর জাতীয় শোক দিবস ও জেল হত্যা দিবস সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে।
গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের প্রতিষ্ঠিতা চেয়ারম্যান ড. অজিত দাস।
আলোচনা করেন যশোর জেলার সাধারণ সম্পাদক পার্থ সারথী সরকার। স্বাগত বক্তব্য দেন মোঃ বক্তিয়ার হোসেন সংগঠনের সাধারণ সম্পাদক জেলা শাখা, এ্যাড. সোহেলী সুলতানা শিলী,মাহবুবুর রহমান মিঠু, যাযাবর মুনির, সাথী তালুকদার, সবুজ সুলতান, মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিকী, হেফজুর রহমান খুসবু, নিত্য গোপাল বিশ্বাস, মনিকা মজুম দার, তাপস পাল প্রমুখ সঞ্চালনায় ছিলেন নিলুফা ইয়াসমিন ও সুবোধ কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন কবি আশামণি মহাসচিব কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ।