Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

স্বাধীনতার ডাক

সৈয়দা নাজমা বেগম

প্রকাশিত: ০০:৩৫, ২৭ মার্চ ২০১৯

প্রিন্ট:

স্বাধীনতার ডাক

শকুনের দল, বাজপাখি
লালায়িত পুরুষ পাকিবাহিনী-
রচিল ইতিহাস লিখিল
দুর্ধর্ষ কাহিনী।

তাদের নগ্ন উল্লাসে
পাতা ঝরে তরা খসে
মর্ত্য মানব হতবাক।
গা ছমছম আকাশ থমথম
পৃথিবী নির্বাক।

নারী জঠরে দিল কত ভ্রুণ
ঝরালো কত প্রাণ, বিদীর্ণ আত্মা
ক্ষত বিক্ষত দেহ।
জমাট রক্ত চিবুকে
বিষ-দাঁতের নীল দাগ বুকে।

তাঁরা মুক্তিযুদ্ধের নিঃশ্বাস
স্বাধীনতা, চেতনার বিশ্বাস।

তাদের অট্টহাসি, কান্না ছুঁড়ে ফেলা হাত
ছিন্ন বস্ত্র, উলঙ্গ দেহে দেখ স্বাধীনতার ডাক।
বিপ্লবী স্বাধীনতার প্রতীক ওরা,
ওরা কোটি জনতার চেতনায়।

স্বাধীন দেশ এসেছ তুমি-
ওদের কোলে তুলে নাও হে বঙ্গভূমি।
বঙ্গবন্ধুর বিদেহী আত্মা সগর্বে তাকায়
লাল সবুজের উরন্ত দীপ্ত পতাকায়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables