Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২০ ১৪৩১, শনিবার ০৪ মে ২০২৪

পাওনা চেয়ে ইভ্যালির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ১৭ জানুয়ারি ২০২২

প্রিন্ট:

পাওনা চেয়ে ইভ্যালির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে প্রসাধনী ও খাদ্য পণ্য সরবরাহ করতে গিয়ে পাওনা ৩৭ লাখ টাকা ফেরত পেতে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয় এবং ইভ্যালিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে দুই প্রতিষ্ঠান।

পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান থ্রি এস করপোরেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সানোয়ার হোসেন এবং পিউর কেয়ার লিমিটেডের পক্ষে আইনজীবী আজমেরী মোশাররফ ডাকযোগে এ দুটি নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, থ্রি এস করপোরেশন এবং পিউর কেয়ার লিমিটেড বিদেশ থেকে শিশুদের পণ্য এবং প্রসাধনী সামগ্রী আমদানি করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করে থাকে। তেমনিভাবে ইভ্যালির একজন প্রতিনিধি মাহাবুবুর রহমান তাদের প্ল্যাটফর্মে প্রতিষ্ঠান দুটির পণ্য বিক্রি করার প্রস্তাব দেন।

এক পর্যায়ে প্রতিষ্ঠান দুটির সঙ্গে চুক্তি করে ইভ্যালি। এরপর ইভ্যালির চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে প্রতিষ্ঠান দুটি এবং অর্থপ্রদানের জন্য চালান জমা দিতো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer