Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৮ ১৪৩২, রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫

কোর্টের হস্তক্ষেপে বগুড়ায় নিশ্চিত হলো হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১১, ৩ জুলাই ২০২১

প্রিন্ট:

কোর্টের হস্তক্ষেপে বগুড়ায় নিশ্চিত হলো হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা

অবশেষে উচ্চ আদালতের হস্তক্ষেপে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সংকটের সামাধান হয়েছে। শনিবার এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি জানান, বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সংকটে ৭ করোনা রোগীর মৃত্যু হয়েছে। আরও ১০ রোগীর অবস্থা মুমুর্ষু- এমন সংবাদ গণমাধ্যমে দেখে শুক্রবার মধ্যরাতেই রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে অবহিত করি। এরপর বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে দেখতে বলেন আদালত।

রাতেই অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন স্বাস্থ্য সচিব ও ডিজির সঙ্গে কথা বলেন। এরপর শনিবার সকালে রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন, বগুড়ার সেই হাসপাতালের হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সংকটের সমাধান হয়েছে।
অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন জানান, সরকারিভাবে আগামীকাল ১০-১৫টি ক্যানোলা লাগানো হবে। তবে আজকে বেসরকারিভাবে একটি শিল্প প্রতিষ্ঠানের পক্ষে ২০টি লাগানো হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables