Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

৩১ ইটভাটা মালিকের বিরুদ্ধে তদন্ত চলছে : হাইকোর্টকে পুলিশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪০, ২৫ জুন ২০১৯

আপডেট: ১৩:৪৩, ২৫ জুন ২০১৯

প্রিন্ট:

৩১ ইটভাটা মালিকের বিরুদ্ধে তদন্ত চলছে : হাইকোর্টকে পুলিশ

ঢাকা : আদালতের আদেশ জালিয়াতি করে ইটভাটা কার্যক্রম চালানোর অভিযোগে ২৯ ইটভাটার ৩১ মালিকের বিরুদ্ধে মামলা পরবর্তী তদন্ত কাজ চলছে বলে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে হাইকোর্টে প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদন দাখিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

আদালতে ইটাভাটা মালিকদের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম।

এর আগে গত ২০ মে আদালতের আদেশ জালিয়াতি করে দিনাজপুরের ২৯ ইটভাটার কার্যক্রম চালানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দাখিলে সিআইডিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে, ইটভাটা পরিচালনায় হাইকোর্টের আদেশ জাল করার বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে মামলা করতে দিনাজপুরের পুলিশ সুপারের প্রতি নির্দেশ দিয়েছিলেন আদালত।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer