Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, বুধবার ০১ মে ২০২৪

মৌচাক মার্কেট বন্ধের আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩২, ৭ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মৌচাক মার্কেট বন্ধের আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত

ঢাকা : রাজধানী ঢাকার মালিবাগে মৌচাক মার্কেটের দোকানপাট বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মির্জা হোসেইন হায়দার এ স্থগিতাদেশ দেন।

ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে তার দায়-দায়িত্বও দোকান মালিকদের নিতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়। 

আদালতে মৌচাক বণিক সমিতির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। ভবন মালিকদের পক্ষে করা রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোতাহার হোসেন।

আদেশের পর এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য চেম্বার আদালত স্থগিত করেছেন। এর ফলে ওই মার্কেটের দোকানপাট খোলা রেখে দোকান মালিকদের ব্যবসা পরিচালনায় আপাতত কোনো বাধা নেই।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer