Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ মে ২০২৫

ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের ভিডিওটি পুরোনো

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২, ৭ মে ২০২৫

প্রিন্ট:

ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের ভিডিওটি পুরোনো

ফাইল ছবি

পাকিস্তানের ৯টি স্থানে এক যোগে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলে। এতে ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। পাল্টাপাল্টি হামলার পর পর ভারত-পাকিস্তান-বাংলাদেশসহ বিশ্বব্যাপী কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম।

তবে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট-চেক বলছে ভিন্ন কথা। সংস্থাটি নিজ দেশের নাগরিকদের উদ্দেশ্য করে ‘প্রোপাগান্ডা সতর্কতা’ জারি করেছে। বুধবার এক্স-এ পোস্ট করা সেই সতর্কবার্তায় বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানপন্থি হ্যান্ডেলগুলোতে শেয়ার করা পুরোনো ছবি থেকে সাবধান থাকুন।

আরও বলা হয়- একটি বিধ্বস্ত বিমানের ছবি তারা ছড়িয়ে দাবি করছে, চলমান অপারেশন সিঁন্দুরের সময় বাহাওয়ালপুরের কাছে একটি ভারতীয় রাফাল জেট গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। অথচ প্রচার করা ছবিটি ২০২১ সালে পাঞ্জাবের মোগা জেলায় বিধ্বস্ত হওয়া ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমানের। সুতরাং ওই যুদ্ধবিমান বিধ্বস্তের সঙ্গে বর্তমান সংঘাতের কোনো সম্পর্ক নেই।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের ৯টি শহরে মঙ্গলবার মধ্যরাতে একযোগে হামলা চালিয়েছে ভারত। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় তারা ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে।এর আওতায় পিওকে এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত সন্ত্রাসবাদী শিবিরগুলিতে নিখুঁত হামলা চালানো হয়েছে।

পাকিস্তান দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআরের ডিজি বলেন, শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা ৩টি রাফাল জেট, একটি মিগ-২৯, একটি এসইউ বিমান এবং একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি।

তিনি জানান, জম্মু, আখনুর ও শ্রীনগরের সাধারণ এলাকাগুলোতে একটি করে বিমান এবং অবন্তীপুরে দুটি বিমান গুলি করে নামানো হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer