Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৩১ ১৪৩২, শনিবার ১৬ আগস্ট ২০২৫

ট্রাম্প গোষ্ঠীর নতুন ব্যবসায়িক অংশীদার হলেন ভারতীয় ধনকুবের মুকেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ১৯ জুন ২০২৫

প্রিন্ট:

ট্রাম্প গোষ্ঠীর নতুন ব্যবসায়িক অংশীদার হলেন ভারতীয় ধনকুবের মুকেশ

ছবি- সংগৃহীত

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি নিয়ন্ত্রিত রিলায়েন্স 4IR রিয়েলটি ডেভেলপমেন্ট ট্রাম্প অর্গানাইজেশনকে ১০ মিলিয়ন ডলার ‘উন্নয়ন ফি’ প্রদান করেছে। এটি একটি রিয়েল এস্টেট ফার্ম। ১০ মিলিয়ন ডলারের এই চুক্তি শুধুমাত্র দুটি ধনশালী ও ক্ষমতাধর ব্যবসায়িক গোষ্ঠীর সংযুক্তি নয়, বরং ট্রাম্প গোষ্ঠীর আন্তর্জাতিক রিয়েল এস্টেট চুক্তির ক্ষেত্রে একটি মাত্রা যোগ করল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। 

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এই অর্থ প্রদানের মাধ্যমে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি আম্বানি ট্রাম্পের রিয়েল এস্টেট ফার্মে অর্থ বিনিয়োগকারী বিদেশি ডেভেলপারদের তালিকায় যোগ দিলেন। প্রেসিডেন্টের  বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুসারে -ভিয়েতনাম, দুবাই ,সৌদি আরব এবং অন্যান্য স্থানে ট্রাম্প-ব্র্যান্ডেড প্রকল্পে বিনিয়োগকারীরা ২০২৪ সালে ট্রাম্প সংস্থাকে বিদেশি লাইসেন্সিং এবং উন্নয়ন ফি হিসেবে ৪৪.৬ মিলিয়ন ডলার প্রদান করেছেন। বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাপ্ত এই অর্থের পরিমাণ ২০২৩ সালে প্রাপ্ত ৮.২ মিলিয়ন ডলার এবং ২০২২ সালে প্রাপ্ত ৯.৪ মিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি। 

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে এটি এখনও স্পষ্ট নয় যে রিলায়েন্স মুম্বাইয়ের কোন নির্দিষ্ট প্রকল্পের জন্য ট্রাম্প অর্গানাইজেশনকে উন্নয়ন ফি প্রদান করা হয়েছে। এই বছরের জানুয়ারিতে, আম্বানি মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং গত মাসে দোহায় আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজেও অতিথি ছিলেন, যা কাতারের আমির মার্কিন প্রেসিডেন্টের জন্য আয়োজন  করেছিলেন। 

আমেরিকার পূর্ববর্তী প্রেসিডেন্টরা সম্ভাব্য স্বার্থের দ্বন্দ্ব থেকে প্রেসিডেন্ট  পদকে আলাদা রাখার চেষ্টা করলেও, ট্রাম্প আমলে এই ধরনের বিদেশি চুক্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অনেকেই বলছেন, বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্প থাকাকালীন তার পারিবারিক ব্যবসাকে সম্প্রসারণের কৌশলকে প্রতিফলিত করে।

ট্রাম্পের প্রথম মেয়াদে ট্রাম্প অর্গানাইজেশন বিদেশি চুক্তি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল। কোম্পানি যেকোনো নতুন রিয়েল এস্টেট প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। কোম্পানির নির্বাহী পদে আসীন ডনাল্ড ট্রাম্প জুনিয়র তার ভাই এরিক ট্রাম্পের সাথে প্রেসিডেন্টের সম্পদের তত্ত্বাবধান করেন। মে মাসে কাতার-ভিত্তিক এক সম্মেলনে তিনি বলেছিলেন যে, চুক্তি থেকে সরে আসলেও সমালোচনা থামেনি।  তাই এবার বিদেশি সরকারের সাথে কেবল  সরাসরি কোনো চুক্তি এড়িয়ে চলবে ট্রাম্প অর্গানাইজেশন। 

ট্রাম্প জুনিয়র বলেন, ‘আমরা বলেছিলাম যে, আমরা নিয়ম মেনে খেলব, কিন্তু আমরা এমন কিছুও করবো না যা আমাদের ব্যবসাকে চিরতরে বন্ধ করে দিতে পারে।’

ওয়াস্ট্রিট জার্নালের প্রতিবেদন সম্পর্কে রিলায়েন্সের প্রতিনিধিরা কোনো মন্তব্য করতে চাননি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables