Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩২, বৃহস্পতিবার ০৮ মে ২০২৫

ভারতশাসিত কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে ১০ ভারতীয় নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ৭ মে ২০২৫

আপডেট: ১৬:২৩, ৭ মে ২০২৫

প্রিন্ট:

ভারতশাসিত কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে ১০ ভারতীয় নিহত

ছবি- সংগৃহীত

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে ভারতশাসিত কাশ্মীরে ১০ জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এই খবর নিশ্চিত করেছে।

এই প্রাণহানির ঘটনা ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। ভিম্বার গলি এবং পুঞ্চ-রাজৌরি সেক্টরে রাতভর গোলাবর্ষণ অব্যাহত ছিল। সীমান্তবর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বহু মানুষ নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছে।

এদিকে দুই দেশই একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ তুলেছে। উল্লেখ্য, ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তান ‘উপযুক্ত সময় ও স্থানে’ জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer