Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২১ ১৪৩১, মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪

ভারতে বিদেশি পর্যটকের শীর্ষে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫০, ২৮ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

ভারতে বিদেশি পর্যটকের শীর্ষে বাংলাদেশ

ফাইল ছবি

ভারতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা। এরপরই ছিল যুক্তরাষ্ট্রের অবস্থান। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যের বরাতে বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।

শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভারতের পর্যটন মন্ত্রণালয় ছয় মাসের পর্যটনের তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত ছয় মাসে প্রায় ৪৭ লাখ ৮০ হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছে ২১ দশমিক ৫৫ শতাংশ এবং যুক্তরাষ্ট্র থেকে ১৭ দশমিক ৫৬ শতাংশ পর্যটক।

এই ছয় মাসে বিদেশি পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি, তবে তা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কম।

গত জুনে ৭ লাখ ৬ হাজার ৪৫ জন পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের জুনের তুলনায় ৯ শতাংশ বেশি। তবে ২০১৯ সালের জুনের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে যাওয়া পর্যটকের সংখ্যার শীর্ষ তালিকার অন্য দেশগুলো হল— যুক্তরাজ্য (৯ দশমিক ৮২ শতাংশ), কানাডা (৪ দশমিক ৫ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৪ দশমিক ৩২ শতাংশ)।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer